Saraswati Puja সরস্বতী পূজা
সরস্বতী পূজা
সরস্বতী পূজা বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি অন্যতম প্রধান উৎসব। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয়। তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। উত্তর ভারত, পশ্চিমবঙ্গ, ওড়িশা, নেপাল ও বাংলাদেশে সরস্বতী পূজা উপলক্ষ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। শ্রীপঞ্চমীর দিন অতি প্রত্যুষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ছাত্রছাত্রীদের গৃহ ও সর্বজনীন পূজামণ্ডপে দেবী সরস্বতীর পূজা করা হয়। এই দিন শিশুদের হাতেখড়ি, ব্রাহ্মণভোজন ও পিতৃতর্পণের প্রথাও প্রচলিত। পূজার দিন সন্ধ্যায় শিক্ষাপ্রতিষ্ঠান ও সর্বজনীন পূজামণ্ডপগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হয়।
ঊনবিংশ শতাব্দীতে পাঠশালায় প্রতি মাসের শুক্লা পঞ্চমী তিথিতে ধোয়া চৌকির উপর তালপাতার তাড়ি ও দোয়াতকলম রেখে পূজা করার প্রথা ছিল। শ্রীপঞ্চমী তিথিতে ছাত্রেরা বাড়িতে বাংলা বা সংস্কৃত গ্রন্থ, শ্লেট, দোয়াত ও কলমে সরস্বতী পূজা করত।
শাস্ত্রীয় বিধান অনুসারে, শ্রীপঞ্চমীর দিন সকালেই সরস্বতী পূজা সম্পন্ন করা যায়। সরস্বতীর পূজা সাধারণ পূজার নিয়মানুসারেই হয়। তবে এই পূজায় কয়েকটি বিশেষ উপাচার বা সামগ্রীর প্রয়োজন হয়। যথা: অভ্র-আবীর, আমের মুকুল, দোয়াত-কলম ও যবের শিষ। পূজার জন্য বাসন্তী রঙের গাঁদা ফুলও প্রয়োজন হয়। লোকাচার অনুসারে, ছাত্রছাত্রীরা পূজার পূর্বে কুল ভক্ষণ করেন না। পূজার দিন কিছু লেখাও নিষিদ্ধ। যথাবিহিত পূজার পর, লেখনী-মস্যাধার (দোয়াত-কলম), পুস্তক ও বাদ্যযন্ত্রেরও পূজা করার প্রথা প্রচলিত আছে। পূজান্তে পুষ্পাঞ্জলি দেওয়ার প্রথাটি অত্যন্ত জনপ্রিয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের দল বেঁধে অঞ্জলি দিতে দেখা যায়।
পূজার পরদিন পুনরায় পূজার পর চিড়ে ও দই মিশ্রিত করে দধিকর্মা নিবেদন করা হয়। এরপর পূজা সমাপ্ত হয়। সন্ধ্যায় প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
Source Wiki
Saraswati is represented as a graceful woman in white, a symbol of purity and peace. She is the Goddess who signifies knowledge, learning, arts and culture. She is seen as the serene Goddess wearing a crescent moon on her brow riding a swan or seated on a lotus flower. Saraswati Puja is performed to pay allegiance to the Goddess of learning.
The Mythology_____________________
In the Vedas, Goddess Saraswati is refered as the water deity and is revered for her purifying and enriching powers. The Goddess of knowledge and learning is said to have invented Sanskrit, the language of the Brahmins, of scriptures and scholars.
It is also believed that it was Goddess Saraswati who discovered 'amrit' in the Himalayas and brought it to the other gods. She was said to be identical with Viraj being created out of the substance of Purusha or Prajapati and thus is the instrument of creation. As Brahma's wife, she provides the power to execute what Brahma conceives with his creative intelligence. She is the goddess of all the creative arts and in particular of poetry and music, learning and science.
The Celebration of Saraswati Puja______________
Saraswati puja is celebrated through out the country. The Goddess of knowledge is revered among the students and learned who strictly follow all the rituals to worship her. The festivities that accompany Saraswati puja is a part of the social celebrations. Young girls are seen in yellow saaries. Pushpanjali (offering of flowers along with mantras) are offered. Bright palash flowers are offerd that are a part of the worship.Young people enjoy the day with each other. Cultural programmes are staged at night. The Goddess who is the patron of music, culture and learning is revered by singers and musicians with great devotion.
Source
http://www.bangalinet.com/saraswatipuja.htm